ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররা, কোনো রাজনৈতিক দল নয় : হাসনাত আবদুল্লাহ

- আপডেট সময় : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ২৫৫৬ বার পড়া হয়েছে
দেশের কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আর রাজনৈতিক দলের অপরাধের কেন্দ্রে পরিনত করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররা, কোনো রাজনৈতিক দল নয়। অনেক রক্তের বিনিময়ে শিক্ষার্থীরা আজ তাদের স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্ভয়ে প্রবেশ করতে পারছে। কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠি আবারো ষড়যন্ত্র শুরু করেছে, তাদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও সমন্বয়ক রাসেল মাহমুদ।