ছাত্ররাজনীতি শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর হওয়া দরকার : আখতারুজ্জামান
- আপডেট সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
দেশের ছাত্ররাজনীতি শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর হওয়া দরকার জানিয়ে ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান বলেছেন, প্রতিটি ছাত্র সংগঠনের সুনির্দিষ্ট মেন্যুফেস্টো থাকা জরুরি। বুয়েটের অস্থিরতা মোকাবিলায় দু’পক্ষের সমঝোতার তাগিদ দেন তিনি। সকালে, রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন আখতারুজ্জামান। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ পেশ করে বলেন, বুয়েটে ছাত্ররাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
রাজধানীর এফডিসিতে ছাত্ররাজনীতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের সহায়ক’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও স্টামফোট ইউনির্ভাসিটির বির্তাকিকরা। ছায়া সংসদের স্পিকার, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ছাত্র রাজনীতির বিষয়ে ১০ দফা সুপারিশ উপস্থাপন করে বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, সে বিষয়ে শিক্ষাথীদের মতামত নিয়ে তা আদালতের তুলে ধরা যেতে পারে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রেগিং, টর্চার সেল, হল দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাস দমনে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে।
প্রধান অতিথির বক্তব্য ডাকসুর সাবেক ভিপি সংসদ সদস্য আখতারুজ্জামান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মূল ছাত্র রাজনীতে আঘাত করার কিছু নেই। তিনি বলেন, ছাত্র রাজনীতির পথ হারানো বন্ধ করতে, শিক্ষা ও ভবিষ্যৎ কর্মকে অগ্রাধিকার নিয়ে তাদের মেন্যুফেস্টো ঘোষণা করা উচিত। ছায়া সংসদ বিতর্কে স্টামফোট ইউনির্ভাসিটিকে হারিয়ে বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনির্ভাসিটি।