ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৬:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়– বিএসএমএমইউ হাসপাতালে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএমএমইউ’র প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান শাহবাগ থানার ওসি আবুল হাসান।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানিয়েছেন, চুক্তি অনুযায়ী অপরাজিতা ইন্টারন্যাশনালের যে ধরনের মাস্ক ও গ্লাভস সরবরাহের কথা ছিল, সেগুলো তারা দেয়নি। এর পরিবর্তে চীনের থ্রিএম কোম্পানির লোগো বসিয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করে তারা। এ ঘটনায় বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়। গেল বুধবার অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান কারণ দর্শানোর জবাব দিলেও তা সন্তোষজনক নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু মেডিক্যাল কর্তৃপক্ষ।