ছাড়পত্র ও নকশা অনুমোদনে রাজউক কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির শিকার হতে হয় অনেককে
- আপডেট সময় : ০২:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ছাড়পত্র ও নকশা অনুমোদনে রাজউক কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির শিকার হতে হয় অনেককে। এছাড়া বিল্ডিং কোড মেনে ভবন তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি রাউজক। যে কারনে, নিয়ম-নীতির তোয়াক্কা না করেই, নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। জরিপের সময়ও চুক্তিভিত্তিক নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে রাজউক কর্মকর্তাদের বিরুদ্ধে।
ভবন নির্মাণে ভূমি ব্যবহার ছাড়পত্র, নকশা অনুমোদন সেবা পেতে বিড়ম্বনার শিকার হওয়ার খবর নতুন নয়। রাজউক ভবনের পাশের চায়ের দোকানী ফয়েজ জানালেন,এ ভোগান্তি লাঘবের পথ জানা আছে তার।ডাকলেন মাসুদ নামের এই ব্যাক্তিকে। যিনি আমাদের জানালেন, তার ভাই রাজউকের বড় কর্মকর্তা, এ কাজ তার জন্য তেমন কঠিন কিছু নয়।
এসব কাজে বিশ্বাসযোগ্যতা অর্জনে,রাজউকের পাশেই নিয়েছেন নিজস্ব অফিস। সেখানেও নিয়ে গেলেন আমাদের। জানালেন,লেনদেন হবে এখানেই। পরিচয় হলো যতন দাস নামের আরেক ব্যাক্তির সাথে। তিনি যে রাজউকে চাকুরি করেন,তার প্রমান দেখালেন আইডি কার্ড বের করে।
রাজউকের প্রবেশ পথের আনসারও জানালেন, সাধারণভাবে এসব কাজ হতে অনেক সময় লাগে,তবে সহজপথও জানা আছে তার। নকশা অনুমোদনে দুর্নীতির অভিযোগে অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।বিচারের আওতায়ও আনা হয়েছে অনেককে। রাজধানীতে ভবন নির্মাণের বিল্ডিং কোড মানার উদাসীনতা চোখে পড়ার মতই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভবনটি নির্মানেও মানা হয়নি বিল্ডিং কোড। পুরান ঢাকার অবস্থা আরো করুন।
রাজউকের পক্ষ থেকে তদারকির অভাব যেমন রয়েছে, সেক্ষেত্রে স্বদিচ্ছার ঘাটতি দেখছেন ঢাবির শিক্ষক নুরুল ইসলাম নাজেম। তবে এসব বিষয়ে মানুষকেই আরো সচেতন হওয়া উচিত বলে মনে করছেন তারা।