ছিটমহলবাসীদের ঘরে ঘরে এখন বৈদ্যুতিক বাতি
- আপডেট সময় : ০১:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ছিটমহলবাসীদের ঘরে ঘরে এখন বৈদ্যুতিক বাতি। গড়ে উঠেছে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান। রাস্তাগুলো এখন পাল্টে হয়েছে পাকা সড়ক। মুজিব-বর্ষে গৃহহীনদের দেয়া হয়েছে পাকা ঘর। সব মিলে পাল্টে গেছে পঞ্চগড় জেলার ৩৬টি বিলুপ্ত ছিটমহলের দৃশ্য। ৬৮ বছরের বন্দি জীবনের অবসান ঘটে ছয় বছর আগে। ভারতের সাথে ছিটমহল বিনিময়ের ছ’বছর পূর্তিতে শুনবো তাদের কথা।
২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশ-ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয়। ঐতিহাসিক এ দিনটিতে ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ১১১টি ছিটমহল বিলুপ্ত হয়। বাংলাদেশি ভূখন্ডে যোগ হয় ১৭ হাজার এক’শ একরেরও বেশি জমি।
গত ছ’বছরে পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের প্রায় ২০ হাজার মানুষের ঘরে ঘরে দেয়া হয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ। তিনটি কলেজসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা আধুনিক সুযোগ-সুবিধা পেয়ে খুব খুশি।
৬৮ বছরের বন্দি জীবন থেকে মুক্ত করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান, সাবেক এই স্থানীয় জনপ্রতিনিধি। মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দেয়া হয়েছে বলে জানান, জেলা প্রশাসক। মূল ভূ-খন্ডের সব নাগরিক সুবিধাই এখানে নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।