ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১০:২৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
নোয়াখালী, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নোয়াখালীর বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতি এর আয়োজন করে। জেলার চৌমুহনী রেলওয়ে স্টেশন ও মাইজদী রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে দুই শতাধিক ছিন্নমূল-শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জামালপুরের ছিন্নমূল ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রাতে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রেলষ্টেশন এলাকায় প্রায় ৩ শতাধিক ছিন্নমূল ও হতদরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এদিকে, শেরপুরেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গেলো রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুঃস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।