ছেঁউড়িয়ার লালন আখড়ায় তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসবের আজ শেষ দিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়ায় তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসবের শেষ দিন আজ। জীবদ্দশায় ভক্তদের নিয়ে ফাল্গুন মাসে দোলপূর্ণিমার রাতে দেহতত্বের কথা এবং ভাববিনিময় করতেন বাউল সম্রাট লালন সাঁই।
সেই থেকে লালন অনুসারীরা প্রতি বছর ফাল্গুন মাসে দোলপুর্ণিমাকে সামনে রেখে লালন আখড়াবাড়ীতে সাধু-গুরুদের অংশগ্রহণে মিলিত হয় সাধু সঙ্গে।
করোনার কারণে গেল দু’বছর লালন স্মরণোৎসব বন্ধ ছিল। এ বছর প্রথম দোলপূর্ণিমার মধ্য দিয়ে কুষ্টিয়ায় লালন উৎসবের সূচনা ঘটে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজিত তিনদিন ব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত বাউল ও ভক্তরা আগেই লালন অডিটোরিয়ামের নিচে, ফুল বাগানে আসন পেতে বসে। সকালে দই-চিড়া দিয়ে বাল্যসেবা এবং দুপুরে ফকির বাউলদের জন্য আয়োজন করা হয় সাদা ভাত, ডাল, সবজি আর মাছ ভাজা দিয়ে পূর্ণসেবার।