শীত আসার আগে ছোট-বড় ঘূর্ণিঝড়ের শংঙ্কা রয়েছে : আব্দুর রহমান খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় হামুনের প্রভাব সম্পূর্ণ কেটে গেলেও শীত আসার আগে ছোট-বড় ঘূর্ণিঝড়ের শংঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।
দুপুরে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, উপকূলে এসে গতি কমে যাওয়ায় খুব বেশি ক্ষয়-ক্ষতি হয়নি। কক্সবাজারসহ দেশের উপকূলে ঘূর্ণিঝড় পূর্ববর্তী প্রস্তুতি থাকায় এবং মানুষ যথাসময়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটেনি। পুরোপুরি শীতের মৌসুম শুরু হওয়ার আগে, ছোট-বড় আরও ঘূর্ণিঝড়ের আশংঙ্কা রয়েছে রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। এছাড়া সারাদেশে ভারী বৃষ্টির হবার আশঙ্কা নেই বলে জানান তিনি।