জ’ঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সফল বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
জনগণ পাশে ছিলো বলেই জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সফল হয়েছে বাংলাদেশ। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় তিনি আরো বলেন, সরকারের কার্যকর পদক্ষেপে জঙ্গি ও মাদক নিয়ন্ত্রণে এসেছে। নাগরিক সেবা নিশ্চিত করতেই কমিউনিটি পুলিশিং প্রয়োজন বলে জানান, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র এই প্রতিপাদ্যে নিয়ে রাজারবাগ পুলিশলাইন্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সমাজে শৃংখলা ফেরাতে পুলিশের পাশাপাশি তরুন সমাজকেও উদ্বুদ্ধ করতে হবে।
জনগণকে বেশি বেশি সেবা দিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো জোরদার করা হয়েছে, জানালেন আইজিপি।
অনুষ্ঠানে বিদায়ী ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে অপরাধ দমন সম্ভব নয়।
কিশোর গ্যাং-এর অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশ সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হয়।