দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি বিরোধী দল নয়, জনবিচ্ছিন্ন দল। তিনি বলেন, তারা আবারো দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে। দুপুরে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্মার্ট অন স্ট্রিট পার্কিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র, পুলিশের আইজি ও ঢাকা মহানগর কমিশনার বলেন, স্মার্ট পার্কিং ব্যবস্থা পুরো চালু হলে, কমবে রাজধানীর যানজট।
যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজটে নাজেহাল নগরবাসী। নির্দিষ্ট জায়গায় পার্কিং না করায় জরিমানাও গুনতে হয় অনেককে। এমন সমস্যা সমাধানে অ্যাপসভিত্তিক পার্কিং সেবা দিতে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’-এর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
গুলশান নগর ভবনে, নতুন এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর সিটির মেয়র ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলেন, এই সেবায় দূর হবে রাজধানীর পার্কিং সমস্যা, কমবে যানজট। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে স্মার্ট পার্কিং পুরোপুরি চালু হলে, স্বস্তি পাবে নগরবাসী।
আবারো দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি বলে অভিযোগ করেন তিনি। পরে নগরভবনের সামনে পরীক্ষামূলক স্মার্ট অন স্ট্রিট পার্কিং কার্যক্রমের উদ্বোধন করেন আসাদুজ্জামান খান কামাল। স্মার্ট অন স্ট্রিট পার্কিংয়ে কোন স্থানে কয়টি গাড়ির স্থান ফাঁকা আছে- তা দেখা যাবে একটি এপ্লিকেশনের মাধ্যমে। প্রাথমিকভাবে গুলশান এলাকায় ২০২টি গাড়ি এই সুবিধা পাবে।