জট নিরসনে শ্রম আদালতকে দ্রুত মামলা নিষ্পত্তির পরামর্শ আইনমন্ত্রীর

- আপডেট সময় : ০৮:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
জট নিরসনে শ্রম আদালতকে দ্রুত মামলা নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা শেষ করতে আইনজীবীদের অনুরোধ জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে এক কর্মশালায় একথা বলেন আইনমন্ত্রী। এ সময় আলোচকরা দ্রুত নিষ্পত্তির জন্য মামলার শ্রেণিবিন্যাস এবং শ্রম আইনের কার্যকর সংশোধনীর তাগিদ দেন।
শ্রম বিরোধ নিষ্পত্তির লক্ষে দেশে একটি শ্রম আপীল ট্রাইব্যুনাল এবং ১০ টি শ্রম আদালত রয়েছে। এসব আদালতে অনিষ্পন্ন মামলা ২৪ হাজার ৯শ ৯টি। দীর্ঘসুত্রিতায় মামলাগুলো নিষ্পন্ন না হওয়া ভোগান্তিতে শ্রমিকরা।
এমন বাস্তবতায় শ্রম আদালত বিষয়ক কর্মশালার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।এতে অংশ নিয়ে ন্যায় প্রতিষ্ঠায় মামলার শ্রেণিবিন্যাস এবং শ্রম আইনের কার্যকর সংশোধনীর তাগিদ দেন আলোচকরা।
কর্মশালায় প্রধান অতিথি আইনমন্ত্রী বলেন, আইন সংশোধন নয়, মামলা গ্রহন করে দ্রুত নিষ্পত্তি করতে হবে।
সমস্যা সমাধানে লিগাল এইডের সহযোগিতা নিতে শ্রমিকদের পরামর্শ দেন আনিসুল হক।