জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা পছন্দ করে না, জনগণ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, দেশের সব থানা ও পুলিশ সুপার কার্যালয়কে সর্বাধিক সুবিধা সম্মিলিত ভবনে রূপান্তরিত করা হবে। ইতোমধ্যে ১০১টি থানার ভবন নির্মাণ শেষে হয়েছে এবং আরো ৫০টি ভবন নির্মাণ প্রক্রিয়াধীন। এছাড়া যশোরের পুলিশ সুপার কার্যালয়সহ ৯টি কার্যালয় নির্মাণ করা হয়েছে। আগামী ১০ বছর পর দেশে দারিদ্রতা বলে কিছু থাকবে না বলেও জানান তিনি। এসময় প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।