বিএনপি জনগণ থেকে আবারো ধিকৃত হবে : হানিফ
- আপডেট সময় : ০৬:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
নিজেদের ব্যর্থতা ঢাকতেই মির্জা ফখরুল আর জাফরুল্লাহ চৌধুরীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অন্যদিকে, বিএনপি জনগণ থেকে আবারো ধিকৃত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আলাদা দুটি অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
শনিবার সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কমিউনিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই মির্জা ফখরুল আর জাফরুল্লাহ চৌধুরীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছেন।
সম্প্রতি ২০ দলীয় জোট থেকে খেলাফত মজলিস ছেড়ে যাওয়ার ঘোষণাকে বিএনপি নেতাদের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, চাঁদপুর স্টেডিয়ামে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করে জেলা আওয়ামী লীগ। এতে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এ দেশে আর কোনদিন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না।
আগামী নির্বাচন দূরের কথা, বর্তমান নেতৃত্বের জীবদ্দশায় বিএনপি’র ক্ষমতায় আসা নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।