দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ যতদিন চাইবে ততদিন ক্ষমতা থাকবে আওয়ামী লীগ। তৃতীয় কাতার ইকোনমিক ফোরামের সমাপনী দিনে নির্বাচন প্রশ্নে নিজ সরকারের অবস্থান তুলে ধরে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপিকে ইঙ্গিত করে বঙ্গবন্ধু কন্যা বলেন, সেনা শাসকের তৈরি দলটি সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। আর তাই পরাজয়ের শঙ্কা থেকেই দলটি নির্বাচনে অংশ নিতে ভয় পায়। নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আসতে চাইলে সরকার সহায়তা করবে বলেও জানান শেখ হাসিনা।
দোহায় কাতার ইকোনমিক ফোরামের সমাপনী দিন। আলোচনা পর্বের শুরুতেই আমন্ত্রিত অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ আর কতদিন ক্ষমতায় থাকতে চায় এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা সাফ জানিয়ে দেন তা নির্ভর করছে জনগণের ইচ্ছের উপর। বিএনপি কে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, দলটি পরাজয়ের শঙ্কায় ভুগছে বলেই নির্বাচনে অংশ নিতে চায় না।
সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের উদাহরণ তুলে ধরে শেখ হাসিনা বলেন নির্বাচনকে ঘিরে সবদেশেই কিছু অভিযোগ উঠে, বাদ যায় নি যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে বার বার তাঁর জীবনের উপর আঘাত এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা তাঁকে বাঁচিয়ে রেখেছেন জনগণের কল্যাণে কিছু করার জন্য।