জনগণকে মুক্তি দিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের তাগিদ জাফরুল্লাহর
- আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
১০ নভেম্বর- শহীদ নুর হোসেন দিবসকে কেন্দ্র করে দেশে আবারো বন্দী গণতন্ত্রকে পুণরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে সত্যিকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় শক্তিশালী গণ-আন্দোলন গড়ে তুলতে কর্মসূচি ঘোষণা করেন তিনি। আর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের দমন-পীড়নে গণতন্ত্রের সাথে সাথে অসহায় জনগণও আজ বন্দী হয়ে পড়েছে। মানুষের মুক্তির জন্য নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের পায়ের নীচে মাটি নেই। তাই সামান্য কর্মসূচিতে সরকারের বুক কেঁপে ওঠে। সকালে জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভ কর্মসূচিতে একথা বলেন তারা।
নারায়ণগঞ্জে সম্প্রতি মাহমুদুর রহমান মান্নার ওপর হামলা এবং দেশে গুম-খুন ও নারীর প্রতি সহিংসতা রোধসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে নাগরিক ঐক্য।
এতে অংশ নেন গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের নেতারা।
নারায়ণগঞ্জে মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। স্থানীয় সংসদ সদস্যের মদদপুষ্টরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে দাবি করে এতে প্রশাসনের নীরবতার সমালোচনা করেন তারা।
ভোটের সরকার না হওয়ায় আইনগত বৈধতার অভাবে দেশ নৈরাজ্যের দিকে যাচ্ছে উল্লেখ করে বক্তারা ঢাকায় হাজি সেলিমের আধিপত্য বিস্তারের সমালোচনা করেন। আর নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বলে দাবি তাদের
স্বৈরাচারী সরকার হঠিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে, ১০ নভেম্বর, শহীদ নুর হোসেন দিবসে কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহবায়ক মান্না।
সরকারের দমন পীড়নে পুরো দেশটাই এখন বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে উল্লেখ করে নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
দেশ ও জাতির কল্যাণে আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দেয়ার আহবান জানান তিনি।