জনগণকে সাথে নিয়ে আন্দোলন জোরদার করা হবে : হুঁশিয়ারী খুলনার বিএনপি নেতাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে মুক্ত করতে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনে নামার হুঁশিয়ারী দিয়েছেন খুলনা বিএনপি নেতারা। দুপুরে কে. ডি ঘোষ রোড দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারী দেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে আগামীকাল খুলনা বিভাগীয় সমাবেশ সফলে আহ্বান জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। আগামীকাল দেশব্যাপী ৮টি বিভাগীয় শহরে সদরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে যাচ্ছে দলটি। খুলনা মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা। খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় ঘোষণায় সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।