জনগণের আস্থা অর্জনে প্রথমে প্রধানমন্ত্রীকে করোনা টিকা গ্রহণের পরামর্শ ডা. জাফরুল্লাহ’র
- আপডেট সময় : ০৭:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা ভ্যাকসিনের বিষয়ে জনগণের আস্থা অর্জনে সাংবাদিক ও টেলিভিশন ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, করোনার টিকার জন্য ১২শ’ কোটি টাকা বিনা টেন্ডারে মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। এটি একটি অন্যায় এবং ভুল কাজ। দুপুরে ঢাকার ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। করোনা ভ্যাকসিনের নকল রোধে দাম নিয়ন্ত্রণে রাখার আহবান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, ভ্যাকসিনের দাম যতো বেশি হবে, ততো বেশি নকল হবে।
বৃহস্পতিবার বহুল আকাঙ্খিত ২০ লাখ করোনার টিকা উপহার হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত। শিগগিরই এ টিকার প্রয়োগই শুরু করবে সরকার। এমন বাস্তবতায় করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। আলোচনায় অংশ নিয়ে এসব করোনা ভ্যাকসিনের মেয়াদ ৬ মাস জানিয়ে গণহারে ভ্যাকসিন দেয়ার কথা বলেন বিশেষজ্ঞরা।
ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে সবার আগে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। জনগণের আস্থা অর্জনে প্রথমে প্রধানমন্ত্রীকে করোনা টিকা গ্রহণের পরামর্শ ডা. জাফরুল্লাহ’রযতদিন পর্যন্ত ফাইজারের কাজ থেকে সরকারের নেয়া তিন কোটি ডোজ না দেওয়া হবে, ততোদিন বেসরকারিভাবে টিকা আমদানি না করার কথাও জানান তিনি। বিড়ম্বনা দূর করতে অনলাইনে নয়, জাতীয় পরিচয়পত্র ধরে করোনা ভ্যাকসিন দেওয়ার আহ্বানও জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।