জনগণের উন্নয়নে কাজ করাই আওয়ামী লীগের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
জনগণের উন্নয়নে কাজ করাই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভাসমান চা শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করবে সরকার বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জানিয়েছেন, চা বাগানের মাঝে সৌর বিদ্যুত প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। গুণগত মানের চা রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের জনগণের ভাগ্য উন্নয়ন করাই আওয়ামী লীগের লক্ষ্য। চা বাগান শ্রমিকদের বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চা বাগান শ্রমিকদের জীবন-মান উন্নয়নের পাশাপাশি স্থায়ী আবাসনের ব্যবস্থার কথাও জানান সরকার প্রধান। বিস্তৃর্ণ চা বাগানে সৌর বিদ্যুত প্রকল্প স্থাপনের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। চায়ের উৎপাদন বৃদ্ধিতে গবেষণার পাশাপাশি শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিতে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।