জনগণের জন্য নিবেদিত হয়ে কাজ করতে নার্সদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের ২য় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তনে দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। গেলো ১৪ বছরে বাংলাদেশ আমূল বদলে গিয়েছে মন্তব্য করে সবাইকে এই অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান শেখ হাসিনা।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে, গাজীপুরের কাশিমপুরে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজ। ২য় স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সাফল্যের সঙ্গে গ্রাজুয়েশন সম্পন্ন করা ২১০ জন গ্রাজুয়েটের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সর্বোচ্চ মেধার স্বীকৃতি স্বরূপ ৬ গ্রাজুয়েটের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী পুরস্কার ২০২৩।
বক্তব্যের শুরুতে নার্সিং কলেজের নামকরণ এবং স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার সাহসী ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা।
নার্সিং কে বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত পেশা উল্লেখ করে সরকারে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে, সেবার ব্রত নিয়ে নার্সদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন সরকারের আন্তরিক প্রচেষ্টায় বদলে গেছে বাংলাদেশ ।
সনদ পাওয়া গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে দেশের অগ্রযাত্রায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।