জনগণের প্রতিরোধে আওয়ামী লীগ ভেসে যাবে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
জনগণের প্রতিরোধে আওয়ামী লীগ ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পুতুল সরকার অন্যের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়ে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করছে বলেও দাবি তার। ভার্চূয়াল আলোচনা সভায় একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রাহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপি কর্মসূচির শেষ দিনে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনলাইন আলোচনায় অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও গাজীপুরের স্থানীয় নেতাকর্মীরা।
এসময় তারা গণতন্ত্র পূন:উদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিতে কেন্দ্রীয় নেতাদের কাছে কঠোর কর্মসূচি চান।
কেন্দ্রীয় নেতারা ভার্চূয়ালে তৃনমূলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। গণতন্ত্রের মুক্তিতে নেতা নয় সবাইকে কর্মীর ভূমিকা পালনের আহবান জানান সিনিয়র নেতারা।
এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের মনগড়া তথ্য ও মিথ্যাচারের নানা তথ্য তুলে ধরেন।
এছাড়া বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে দলীয় নেতাকর্মীর প্রতি নির্দেশও দেন তিনি।
বিএনপিকে দায়িত্ব নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব।