জনগণের সন্দেহ দূর করতে করোনা টিকার প্রথম ডোজ প্রধানমন্ত্রীকে নেয়ার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জনগণের সন্দেহ দূর করতে করোনার টিকার প্রথম ডোজ প্রধানমন্ত্রীকে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান মির্জা ফখরুল
এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানাতে যান মির্জা ফখরুল। সেসময় তিনি অভিযোগ করেন, মইনুদ্দীন ফখরুদ্দিনদের অত্যাচারে কোকো মারা গেছেন। মির্জা ফখরুল বলেন, কোকো রাজনীতিবিদ ছিলেন না। ছিলেন বিশিষ্ট ক্রিড়াবিদ।