জনপ্রিয় হয়ে উঠছে পলিনেট পদ্ধতিতে চারা উৎপাদন প্রক্রিয়া
- আপডেট সময় : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩ উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পলিনেট পদ্ধতিতে মানসম্মত চারা উৎপাদন প্রক্রিয়া। রোগ বালাই মুক্ত এসব চারা পেয়ে খুশি কৃষক। কৃষি বিভাগ বলছে, চলমান বৈরী হাওয়া বিবেচনায় এই পদ্ধতিতে চারা উৎপাদন আগামীতে জনপ্রিয় করতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
দিনাজপুরের বিরল উপজেলার পলিথিন ও নেট দিয়ে তৈরি করা একটি ঘর। আধুনিক এই পলিনের হাউজে মাটি ও নারিকেলের তৈরি কোকো পিঠে চারা উৎপাদন করা হচ্ছে। যার ফলে ভাইরাস ও পোকামাকড়ের উপদ্রব কম ফলে তৈরি হচ্ছে সুস্থ-সবল যারা। আশপাশের এলাকা থেকে আসছেন কৃষকরা চারা কিনতে
এদিকে উদ্যোক্তা এমদাদুল হক জানালেন, কৃষকদের উদ্বুদ্ধকরণের বিষয়টি ভালোভাবে সম্পন্ন হওয়ায় বেড়েছে এখানে উৎপাদিত চারার চাহিদা। এই সফলতা দেখে অনেকেই পরিকল্পনা করছে এ জাতীয় কৃষি প্রকল্প তৈরীর।
এর ফলে অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে কৃষকরা বীজের পিছনে না ছুটে মানসম্মত চারা পাচ্ছে। তীব্র শীতে অনেক চারা নষ্ট হয়ে গেছে।
এই প্রকল্পের মাধ্যমে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরির সম্ভাবনা রয়েছে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বোচ্চ এই কর্মকর্তা
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নিরাপদ ফসল উৎপাদনে আশাবাদী কৃষি বিশেষজ্ঞরা।