জবাবদিহির গণতন্ত্রের প্রচলন আওয়ামী লীগের আন্দোলনের ফসল : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠু গণতন্ত্রের প্রচলন আওয়ামী লীগের আন্দোলনের ফসল। সরকার সবদলকে রাজনৈতিক চর্চার সুযোগ করে দিয়েছে বলে জানান তিনি। নির্বাচনে স্বচ্ছতা ও সবদলের রাজনীতির সুযোগও বর্তমান সরকার করে দিয়েছে।
সকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় প্রধানমন্ত্রী বলেন, ভোট ডাকাতি, সন্ত্রাস ও দুর্নীতি ছাড়া বিএনপি-জামায়াত জোট জনগণকে কিছুই দিতে পারেনি।
সরকারের ধারাবাহিক চেষ্টায় আর্থসামাজিক ও যোগযোগ অবকাঠামো উন্নয়নে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে আগামী পাঁচমাস চলবে।
নিয়ম অনুযায়ী দেশে তিন মাসের রিজার্ভ জমা রাখলেই চলে। আগামী মাস থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।