জমি রেজিস্ট্রেশনের ৮ দিনের মধ্যেই হবে স্বয়ংক্রিয় নামজারি
- আপডেট সময় : ০৬:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
স্বচ্ছতার সাথে জমি রেজিস্ট্রেশনের পর এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে নামজারি ও জমির রেকর্ড সংশোধন হবে। এর ফলে মাত্র ৮ দিনের মধ্যেই নামজারী হবে জমির বৈধ মালিকের নামে। সকালে মন্ত্রিসভার বৈঠকে যুগান্তকারী এই প্রক্রিয়া সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে যোগ দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব জানান, দুটি ভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে জমির মালিকানা সম্পাদন করায় তা সমন্বয় কষ্টসাধ্য ছিল, এজন্য দীর্ঘসূত্রিতাও ছিল। তবে এখন থেকে সে ভোগান্তি কমে গেল।
তিনি জানান, রেজিস্ট্রেশনে পরও কিছুটা অস্পষ্টতা ছিল, যে কোনো জমি যে কেউ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারত। আবার মিউটেশনের ক্ষেত্রে ঝামেলা হতো, দলিল পাওয়া যেত না। তবে এ অনুমোদনের ফলে এখন এক সপ্তাহেই হবে নামজারী, যা ১৭টি উপজেলায় পরীক্ষামুলক প্রয়োগ হবে।
অপর এক প্রশ্নের জবাবে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটা দু-একদিনের মধ্যেই জানা যাবে।