জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন
- আপডেট সময় : ০১:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
সময়ের আগেই জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের পরিবেশ। প্রচার-প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। উন্নয়নের আশ্বাস দিচ্ছেন কম বেশি সবাই। তবে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আমলে সরকারী কোনো বরাদ্দ না আসায়, উন্নয়ন বঞ্চিত নগরবাসী। ব্যর্থতা ঢাকতে নতুন প্রার্থী করায় উজ্জীবিত দলের নেতাকর্মীরা।
বরিশাল সিটি নির্বাচনে নৌকা’র প্রার্থী ও তার সহধর্মিনী’র প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো। পিছিয়ে নেই জাতীয় পার্টি– লাঙ্গল ও ইসলামী আন্দোলন– হাতপাখা’র প্রার্থীরা। নিরব ভূমিকায় নির্বাচনে শেষ লড়াইয়ে থাকার হুঁশিয়ারি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীর। প্রতীক বরাদ্দের আগেই, বিভিন্ন কৌশলে প্রচার-
প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আপস…
উন্নয়ন বঞ্চিত নগরীর উন্নয়নের আশায় নগরবাসী, সম্ভাব্য মেয়র প্রার্থীদের নানা প্রতিশ্রুতি শুনে আশার আলো দেখছেন তারা।
বরিশাল মহানগর জাতীয় পার্টি-জেপি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে নৌকার প্রার্থীকে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী নগরবাসীর সেবায় ও নগরীর উন্নয়নে সচেষ্ট থাকার কথা বলছেন।
জাতীয় পার্টির প্রার্থী বলছেন, মানুষ নাঙ্গলকে পছন্দ করেন। তিনিও নির্বাচন নিয়ে আশাবাদী।
আর বরিশালের মাটি–ইসলামী আন্দোলনের ঘাটি দাবি করে নির্বাচনে ভালো কিছু করার প্রত্যাশা জানান হাতপাখার প্রার্থী।
বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নর্বাচন সম্ভব নয় উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন বলছেন, তবুও তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন।
নির্বাচনে সময় যতো ঘনিয়ে আসছে, নগরী জুড়ে উত্তাপ ততোই বাড়ছে। ভোটারদের মুখেও প্রার্থীদের নানা আশ্বাসে কথা ঘুরপাক খাচ্ছে।