জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা করা হয়েছে
- আপডেট সময় : ০৭:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা করা হয়েছে। এতে সেন্ট্রাল রির্জাভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ান নিহত হয়েছেন। এছাড়া সড়কে থাকা ১২ বছরের এক কিশোরও নিহত হয়। শুক্রবার দুপুর ১২ টার দিকে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে এ হামলা চালানো হয়।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অনন্তনাগের বিজেহেরায় নিরাপত্তাকর্মীরা টহল দিচ্ছিলেন। সেই সময়ই কিছু জঙ্গি মোটরসাইকেলে করে এসে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে এক সিআরপিএফ সদস্য নিহত হন। এ সময় নিরাপত্তা কর্মীরা পাল্টা হামলা চালালেও হামলাকারীরা পালিয়ে যায়। ওই টহল বাহিনী মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ছিল। পাশাপাশি হামলার সময় ১২ বছরের এক কিশোর নিহত হয়।সিআরপিএফের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের হামলায় সেনা জওয়ান ও কিশোর গুলিবিদ্ধ হলে, তাদের উদ্ধার করে বিজেহেরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।