গাজার ‘ভাইবোনেদের’ জয় উৎসর্গ করলেন রিজওয়ান
- আপডেট সময় : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
এবার বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচই হায়দরাবাদে খেলেছে পাকিস্তান। মঙ্গলবার সেই মাঠেই রেকর্ড রান তাড়া করে জিতেছেন মহম্মদ রিজওয়ানরা। যিনি ১২১ বলে ১৩১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছেন। ম্যাচের পরে হায়দরাবাদের সমর্থন এবং গাজা নিয়ে মুখ খুললেন পাকিস্তানি তারকা।
তাঁর দুর্দান্ত শতরানের উপর ভর করে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। আর গাজার ‘ভাইবোনেদের’ সেই জয় উৎসর্গ করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। সেইসঙ্গে তিনি দাবি করলেন, হায়দরাবাদের মানুষের এতটাই সমর্থন পেয়েছেন যে তাঁর মনে হচ্ছিল যেন পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে ম্যাচ খেলছেন।
মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারানোর পর সাংবাদিক বৈঠকে আসেন রিজওয়ান। হায়দরাবাদে খেলে কেমন লেগেছে, তা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের প্রেক্ষিতে পাকিস্তানের তারকা বলেন, ‘বিশ্বাস করুন, আমার মতো মনে হচ্ছিল যে পিণ্ডিতে (রাওয়ালপিণ্ডি) ম্যাচ খেলছি। আজ হায়দরাবাদের দর্শকরা যেভাবে আমাদের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন, (তা অভাবনীয়)। শুধু আমায় নয়, পুরো পাকিস্তান দলকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।’
তবে হায়দরাবাদ যে শুধু পাকিস্তানকে সমর্থন করেছে, সেটা নয়। রিজওয়ানের বক্তব্য, শ্রীলঙ্কাকেও সমর্থন করেছে হায়দরাবাদ। তাঁরা ক্রিকেটের প্রতি নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন। রিজওয়ানের কথায়, ‘শ্রীলঙ্কাকেও সমর্থন করেছেন। আমি অত্যন্ত খুশি এটা ভেবে যে হায়দরাবাদের মানুষ ক্রিকেটকে সমর্থন করেছেন। শ্রীলঙ্কাকে সমর্থন করেছেন। আমাদেরও সমর্থন করেছেন। খুব ভালো লেগেছে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস