জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। ধর্মশালায় টস হেরে আগে ব্যাট করে টাইগার বোলারদের তোপের মুখে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
সব আলোচনা-সমালোচনা পেরিয়ে মাঠের খেলায় নিজেদের যোগ্যতার প্রমান দিলো বাংলাদেশ ক্রিকেট দল। দাপুটে জয়ে বিশ্বকাপের মিশন শুরু করলো সাকিব আল হাসানের দল।
তবে, ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দিকে ব্যর্থতার মুখে পড়ে বাংলাদেশের ওপেনিং জুটি। ৫ রানেই রান-আউটের শিকার হন তাঞ্জিদ হাসান। আর ১৩ রানে সাঝঘরে ফেরেন লিটন দাস।
এর পরেই দলের হাল ধরেন নাজমুল শান্ত ও মেহেদি হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মিরাজ।
৫৭ রানে মিরাজ ও ১৪ রানে অধিনায়ক সাকিব আল হাসান ফিরে গেলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন নাজমুল শান্ত।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয়- দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। দু’জনের ওপেনিং জুটিতে আসে ৪৭ রান।
২২ রানে জাদরানকে ফিরিয়ে টাইগারদের ব্রেক-থ্রু এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের দ্বিতীয় শিকার রহমাত শাহ। ফেরেন ১৮ রানে।
এরপর হাসমতউল্লাহ শাহিদী ১৮ ও রহমানউল্লাহ গুরবাজ ৪৭ রানে ফিরলে বিপর্যয়ে পড়ে আফগানরা।
শেষদিকে প্রভাব ফেলার মতো ইনিংস খেলতে পারেনি আর কোন আফগান ব্যাটারই। টাইগার বোলারদের তোপের মুখে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।