জয়পুরহাটে ছোট-বড় প্রায় ৪০টি অরক্ষিত রেলগেট যেন মরণ ফাঁদ
- আপডেট সময় : ০৫:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৮০৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ছোট-বড় প্রায় ৪০টি অরক্ষিত রেলগেট যেন মরণ ফাঁদ। শহরে যানজট ও রাস্তা স্বল্পতার জন্য রেল লাইনের উপড় দিয়ে যত্রতত্র গড়ে উঠেছে অরক্ষিত রেলগেট। এসব রেলগেট দিয়ে প্রয়োজনের তাগিদে যানবাহনে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।
জয়পুরহাট জেলার ৫২ কিলোমিটার রেল লাইনের উপর দিয়ে রাজধানী ঢাকা, খুলনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারিতে বিভিন ট্রেন চলাচল করে।এসব ট্রেন যাতায়াতে করছে প্রায় ৪০টি অরক্ষিত রেলগেট দিয়ে। এরই মধ্যে এসব রেল ক্রসিংয়ে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছিল ।
দ্রুত অরক্ষিত রেলগেট গুলোতে গেট নির্মাণ ও গেটম্যান রাখার দাবি এলাকাবাসীর।
অরক্ষিত রেলগেট নির্মাণ ও নিয়তন্ত্র করার দায়িত্ব রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমে›টের বলে জানান দায়িত্বে থাকা স্টেশন মাস্টার।
প্রাণহানী রক্ষায় ও চলাচল নিরাপদ করতে দ্রুত অরক্ষিত রেলগেট গুলোতে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবি জানান এলাকাবাসী।