জর্ডানের রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে প্রভাবশালী কয়েক ব্যক্তিকে আটক
- আপডেট সময় : ০৭:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দেশটির প্রভাবশালী কয়েক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আব্দুল্লাহর সৎ ভাই ও সাবেক যুবরাজ প্রিন্স হামজা বিন হুসেইনকেও আটক করা হয় । তবে জর্দানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ইউসেফ হুনেইতি সে খবর নাকচ করে দিয়ে বলেন, প্রিন্স হামজাকে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন কিছু তৎপরতা থেকে বিরত থাকতে বলা হয়েছে । জেনারেল হুনেইতি আরও বলেন, রাষ্ট্রবিরোধী একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত এখনো চলছে । তদন্তের ফলাফল স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরা হবে । জর্দানের নিরাপত্তা বাহিনী এর আগে ‘নিরাপত্তার কারণে’ রাজা আব্দুল্লাহর একজন সাবেক উপদেষ্টাকে আটক করে । রাজতন্ত্রশাসিত জর্দানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে এবং সেখানে শীর্ষস্থানীয় কর্মকর্তা বা রাজপরিবারের সদস্যদের আটকের ঘটনা বিরল ।এদিকে জর্ডানের অশান্তি ও অস্থিতিশীলতার সঙ্গে ইসরাইল জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান ।