জলবায়ু পরিবর্তন : চার দফা দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার
- আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণ দেবার পাশাপাশি জবাবদিহিতার আওতায় নিয়ে আসাসহ চার দফা দাবি তুলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন ঠেকাতে একটি বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করারও তাগিদ দিয়েছেন তিনি। স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ সরকার প্রধান।
বিশ্বের ভবিষ্যত বিপর্যয় ঠেকানোর উপায় খুঁজতে স্কটল্যান্ডের গ্লাসগোতে বৈঠকে বসেছেন, বিশ্ব নেতারা। ১৩ দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন, তারা।
ক্ষতিগ্রস্থ দেশগুলোর প্রতিনিধি হয়ে, বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা বলেন, ক্ষতিগ্রস্থ দেশগুলোকে অবশ্যই শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুত ক্ষতিপূরণ দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।
জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসছে, তার দেশ।
এর আগে, সিভিএফ-এর বৈঠকে প্যারিস চুক্তি বাস্তবায়নে কমনওয়েলথ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরাম- সিভিএফকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, শেখ হাসিনা।
করোনা বাস্তবতায় দুই বছর পরে বসা এবারের আসরে যোগ দিয়েছেন, বিশ্বের দেড় শতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।
জলবায়ু পরিবর্তনের বড় দায় শিল্পন্নোত দেশগুলোর হলেও বাস্তবতা হলো, এর ক্ষতির প্রভাব পোহাতে হয়, সব দেশকেই সমানভাবে। তাই তো ঘুরে ফিরে এবারের ২৬তম আসরেও সেই প্যারিস চুক্তির বাস্তবায়নের জোর তাগিদ ছিলো, ক্ষতির শিকার রাষ্ট্র নেতাদের কণ্ঠে। যেখানে উপায় হিসেবে, কমনওয়েলথ আর সিভিএফকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।