জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় মালদ্বীপকে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জলবায়ূ পরিবর্তনের সব ধরণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় মালদ্বীপকে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বাংলাদেশে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ সৌজন্য সাক্ষাত করতে এলে একথা বলেন তিনি।
পরে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস । ক্লাইমেট ভালনেরাবল ফোরামের প্রধান হিসেবে শেখ হাসিনা এক্ষেত্রে সামষ্টিক প্রচেষ্টার উপর জোর দেন। তিনি আরো বলেন, জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী না হলেও বাংলাদেশের মত দেশগুলো এর ক্ষতিকর প্রভাবের শিকার। আর তাই এ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব নীতি ও পরিকল্পনা নিয়ে কাজ করছে। এসময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী তার দেশে বসবাররত অবৈধ বাংলাদেশিদেরকে বৈধ করতে সরকারের সদিচ্ছার কথা জানান।