এখনো কাজ শেষ হয়নি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের
- আপডেট সময় : ০১:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
তিন বছর আগে মেয়াদ শেষ হলেও এখনো কাজ শেষ হয়নি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের। কাজ কবে শেষ হবে তা জানা নেই বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের। তাদের মতে, সুফল পেতে নগরবাসীকে অপেক্ষা করতে হবে আরও দেড় বছর। আর নগরবিদরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তিনটি মন্ত্রনালয়ের অধীনস্ত হওয়ায় প্রকল্প বাস্তবায়নে সমন্বয় নেই। ফলে রাষ্ট্রের হাজার কোটি টাকা ব্যয় হলেও সুফল পাচ্ছেন না মানুষ।
উদ্যোগ গ্রহনের সাত বছর পর ২০২০ সালের ২৮ জানুয়ারি বেশ ঘটা করে বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত ৩ কিলোমিটার লম্বা একটি খাল খনন প্রকল্প উদ্বোধন করেন তৎকালিন সিটি মেয়র আজম নাছির। তিন বছরে প্রকল্পের অগ্রগতি হয়নি কিছুই।
তিন বছরে শেষ করার ঘোষণা দিয়ে বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প গ্রহণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। ৬ বছরে খাতা কলমে কাজ এগোলেও সুফল পায়নি মানুষ। ফলে এবছরও স্মরণকালের বড় জলাবদ্ধতায় ভুগছে নগরবাসী।
একই সময়ে আরো একটি প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ এগোইনি ১০ শতাংশ। ফলে জলাবদ্ধতায় নগর ডুবলেও দায় নিচ্ছে না কেউ।
সিডিএ বলছে, আধুনিক বেশ কিছু প্রযুক্তি সংযুক্ত করছেন তারা। তাই ভৌত কাজ অনেক দুর এগোলেও মেশিনারিজ না আশায় দৃশ্যমান হচ্ছে না সুফল।
নগরবিদরা বলছেন. প্রকল্পের শুরু থেকেই সমন্বয়ের অভাবের বিষয়টি বলা হলেও কেউ আমলে নেয়নি। এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে একে অন্যের ওপর দায় চাপাচ্ছে।
নালা নর্দমা পরিস্কার, প্রকল্প রক্ষনাবেক্ষনে দক্ষ জনবল তৈরী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কর্মসুচি প্রকল্পে না থাকায়, ক্ষোভ জানান নগরবিদ দেলোয়ার হোসেন।