জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের রাষ্ট্রপতি
- আপডেট সময় : ১০:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকা এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহীম মোহাম্মদ সলিহ্। দু’দিনের সফরে বঙ্গবন্ধুর প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোর পাশাপাশি নানা রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বুধবার সকাল ৮টা ২০ মিনিটে মালদ্বীপের রাষ্ট্রপতি কে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও তাঁর সহধর্মিণী রাশিদা খানম।
এ সময় ২১ বার তোপধ্বনির মাধ্যমে মালদ্বীপের রাষ্ট্রপতি কে স্বাগত জানানো হয়। লাল গালিচায় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে।
মালদ্বীপের রাষ্ট্রপতি কে স্বাগত জানাতে মন্ত্রিপরিষদের সদস্য, সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইজিপিসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। এ সময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়, বিউগলে বাজানো হয় করুণ সুর।
ইব্রাহিম সলিহ পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে একটি বকুল গাছের চারা রোপন করেন।
এরপর বিকেলে মুজিববর্ষ উপলক্ষে টানা ১০দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট । রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি বলেন, বাংলাদেশ এর আর্থ-সামাজিক উন্নয়ন দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য অনুকরনীয়।(জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বলিষ্ঠ কন্ঠস্বরের প্রশংসা করি। করোনা ভ্যাক্সিনেশনে বাংলাদেশ সরকারের পদক্ষেপ অনুকরণীয়)
ঢাকায় দু’দিনের সফরে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর মালদ্বীপের প্রেসিডেন্ট, সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক ও রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন। সফর শেষে ওই দিন রাতেই দেশে ফিরে যাবেন তিনি।