জাতিসংঘকে ‘টেকসই ভবিষ্যত’ নিশ্চিতকরনের প্রতি নজর দেয়ার আহবান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিনিয়োগের ক্ষেত্রে জাতিসংঘকে ‘টেকসই ভবিষ্যত’ নিশ্চিতকরনের প্রতি নজর দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল জীববৈচিত্র্য সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় এ আহবান জানান তিনি। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে চার দফা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ‘টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় বিনিয়োগে ‘টেকসই ভবিষ্যৎ’ নিশ্চিত করাসহ জীববৈচিত্র রক্ষায় ৪টি প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, জৈববৈচিত্র্য সম্পর্কিত কনভেনশন বাস্তবায়নের জন্য আইন-প্রণয়নকারী অল্প কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে এর ফলে করোনার মতো রোগের ঝুঁকির কথাও তুলে ধরেন সরকার প্রধান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের প্রথম দিকেই বন্যপ্রাণি সংরক্ষণের আদেশ কার্যকর করেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।