জাতিসংঘের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ এখনো কাজ শুরু করেনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনতে জাতিসংঘের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ এখনো কাজ শুরু করেনি বলে অভিযোগ করেছেন– নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, বিপজ্জনক ড্রাইভিং, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি, সড়কে নিয়ম না মেনে গাড়ি চালানো ও পথচারীদের অসচেতনতার মতো কাজগুলো কিছুই তেমন কমেনি। অথচ এসডিজি বাস্তবায়নে এটা কমাতেই হবে। তবে অনুষ্ঠানে সড়ক পরিবহণ সচিব নজরুল ইসলাম বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনারোধে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্য অর্জন করবে। এ লক্ষ্যে চালক ও সহযোগীদের প্রশিক্ষণ দেয়া হবে। চালকদের জন্য মহাসড়কে বিশ্রামাগারের ব্যবস্থা রাখা হচ্ছে। আইন অমান্য করলে নতুন আইন অনুসারে কঠোর শাস্তির বিধানও যুক্ত হবে।