জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনায় শতাধিক গুমের ঘটনা
- আপডেট সময় : ০২:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের আসন্ন বৈঠকে বিশ্বের ২৪টি দেশের তিন শতাধিক গুমের ঘটনা নিয়ে আলোচনা হবে।ওই আলোচনায় বাংলাদেশে গুমের বেশ কিছু অভিযোগ নিয়েও ওয়ার্কিং গ্রুপের সদস্যরা কথা বলবেন। ওয়ার্কিং কমিটির ১২৬তম বৈঠকটি ৭ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ভার্চ্যুয়াল ওই বৈঠকে দক্ষিণ কোরিয়ার তায়-উং বাইকের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গুম হওয়া ব্যক্তিদের স্বজন, ২৪টি দেশের সরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্য অংশীজনদের সঙ্গে গুমের অভিযোগ, প্রক্রিয়া এবং গুমের ক্ষেত্রে সংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন। জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ গত ডিসেম্বরে এক প্রতিবেদনে…বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতাবলম্বীদের নিশানা করতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ঘন ঘন গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করে বলেছিলো বাংলাদেশে গুমের পরিস্থিতি উদ্বেগজনক। গত কয়েক বছরে একাধিকবার এ নিয়ে উদ্বেগ জানালেও বাংলাদেশ কোনো সাড়া দেয়নি। গুমের ক্ষেত্রে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন-রেবের বিরুদ্ধে ব্যাপক অভিযোগের কথা উল্লেখ করা হয় । ২০১৩ সাল থেকে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সফরের অনুমতি পেতে বেশ কয়েকবার অনুরোধ জানায়। সর্বশেষ ২০২০’এর এপ্রিলে আবারও সফরের অনুরোধ জানালে বাংলাদেশের সাড়া পায়নি ওয়ার্কিং গ্রুপ।