জাতিসংঘের ৭৫তম অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে প্রথমবারের মতো জাতিসংঘের ৭৫তম অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা। এই বক্তব্যে রোহিঙ্গা ইস্যু, কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন, লিঙ্গবৈষম্য হ্রাস, অভিবাসী শ্রমিকদের অধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য দেবেন তিনি। এছাড়া কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপের বিষয় তুলে ধরার পাশাপাশি এসডিজি বাস্তবায়নে সাফল্য ও অগ্রগতি, নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের কার্যক্রম, দারিদ্র্য বিমোচনে গৃহীত নানাবিধ পদক্ষেপ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমন ও মাদকের বিস্তাররোধ, দেশের অর্থনৈতিক অগ্রগতি, গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখা এবং বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের বিষয়ে বিশ্ববাসীকে অবহিত করবেন প্রধানমন্ত্রী।