জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / ১৬২৪ বার পড়া হয়েছে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত হয়েছে। সকাল ৭ টায় প্রথম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় পৌনে ১১টায়। ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এছাড়া, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনবাসীদের জন্যও দোয়া করা হয়। এ সময় হাজারো মুসল্লির আমিন আমিন কণ্ঠে ছেয়ে যায় বায়তুল মোকাররম মসজিদ। সকালের সূর্য উকি দিতেই নগরীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জড়ো হতে শুরু করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
ধনী-গরীবের ভেদাভেদ ভুলে নানা শ্রেনী-পেশার মানুষ সারিবদ্ধভাবে নামাজে আল্লাহর দরবারে মাথা অবনত করেন। নামাজ শেষে ইমামের নেতৃত্বে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন সবাই। এসময় বছর পর ঘুরে আসা ঈদুল আজহার নামাজ সকলের সাথে আদায় করতে পেরে আনন্দের কথা জানান অনেকেই। আনন্দময় জামাতে অভিভাবকদের সাথে শিশুদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত। ফিলিস্তিনে নিরীহ অত্যাচারিত মানুষদের কথা স্মরণ করেন মুসল্লিরা। জানান, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে নির্যাতিত সকল মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। সকাল ৭ টায় প্রথম জামাতে তুলনামুলক বেশী উপস্থিতি থাকলেও শেষ জামাত পর্যন্ত আসতে থাকে মুসল্লিরা।