জাতীয় অর্থনীতির স্বার্থে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তা চাইলেন বিজিএমইএ’র সভাপতি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনীতির স্বার্থে রপ্তানী বাণিজ্য স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তা চাইলেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।
সকালে বন্দর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তৈরী পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নেতারা। গার্মেন্ট মালিকরা বলেন, করোনার এই সময়ে জাহাজ সংকট, কন্টেইনারের অপর্যাপ্ততার কারণে সঠিক সময়ে উৎপাদিত পণ্য রপ্তানী সম্ভব হচ্ছে না। এর ওপর আমদানী পণ্য বন্দরের পরিবর্তে অফডক থেকে খালাস করতে গিয়ে খরচ বাড়ছে ব্যবসায়ীদের। এই বাস্তবতায় পণ্য খালাস প্রক্রিয়া বন্দরে ফিরিয়ে আনার পাশাপাশি রপ্তানী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম বন্দরের সহযোগীতা চান বিজিএমইএ সভাপতি। পরে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নেয়া নানান পরিকল্পনার কথা তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। বলেন আমদানী রপ্তানী বাণিজ্য সচল রাখতে সব ধরণের সহযোগীতা করতে প্রস্তুত তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও বন্দর সচিব ওমর ফারুক।