জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সকালে রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সরকার এই মূহুর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না। তবে, শিক্ষার্থীদের টিকা নিতে হবে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা নিশ্চিতের ব্যপারে সরকার কাজ করছে বলেও জানান ডা. দীপু মনি। কাল শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে বৈঠক করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।