জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় : অনুসন্ধান শুরু
- আপডেট সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় অনুসন্ধানে কাজ শুরু করছে তিন তদন্ত কমিটি। টানা ৫ ঘন্টা ব্লাকআউটের পর ধাপে ধাপে স্বাভাবিক হয় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ। গতকাল বিদ্যুৎহীন ছিল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগসহ দেশের ৩২ জেলা। কোনো কোনো এলাকায় ৮ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছিল না।
টানা বিদ্যুৎবিহীন অবস্থায় ভোগান্তিতে পড়ে কোটি কোটি মানুষ। ব্যাহত হয় চিকিৎসা, টেলিযোগাযোগ, ব্যাংকের লেনদেনসহ জরুরি সেবাসহ শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম। ঢাকায় বিভিন্ন ভবন ও স্থাপনায় জেনারেটর ব্যবহারের জন্য ডিজেল কিনতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যায় ক্রেতাদের। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ নেয়ার সময় বিপর্যয়ের সূত্রপাত হয়। তবে তা কেন হয়েছে, তা বলতে পারেনি তারা। ঘটনার পর গত রাতেই দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে।