জাতীয় ট্রাস্কফোর্স গঠনের আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে আর্থিক সমস্যা মোকাবিলায় ও ত্রাণ বিতরণের জন্য জাতীয় ট্রাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঢাকার গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে সম-সাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। করোনা দুর্যোগ দীর্ঘ হতে পারে আশঙ্কা করে পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি ত্রাণ বিতরণ, বিভিন্ন সেক্টরে ঘোষিত কার্যকর প্রণোদনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সরকারের ঘোষিত সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ আসলে একটি শুভংকরের ফাঁকি।