জাতীয় পার্টির নবম কাউন্সিল আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির নবম কাউন্সিল আজ। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে হচ্ছে পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল।কাউন্সিলের উদ্বোধন করবেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
দলটির ‘প্রধান পৃষ্ঠপোষক’ হচ্ছেন বর্তমানে জাতীয় পার্টির ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।আর পার্টির চেয়ারম্যান পদে হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরই বহাল থাকছেন।এ ছাড়া ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামসহ কয়েকজন কো-চেয়ারম্যান হচ্ছেন । জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে শুক্রবার দলের প্রেসিডিয়ামের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।