জাতীয় প্রেসক্লাবে গীতিকার, কবি ও সাংবাদিক কে. জি. মোস্তফার স্মরণ সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বিকেলে জাতীয় প্রেসক্লাবে নান্দনিক গীতিকার, কবি ও সাংবাদিক কে. জি. মোস্তফার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কে. জি. মোস্তফার নানাবিধ কর্মের কথা তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা।
কবি এরশাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার জাহিদুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও কবি রেজা উদ্দিনসহ অন্যরা। কেজি মোস্তফার সাথে তাদের নিজ নিজ স্মৃতিচারণ করেন বক্তারা। তারা বলেন, পঞ্চাশের দশকে এই অঞ্চলের আধুনিক বাংলা কবিতা অঙ্গনের কবিদের মধ্যে কে জি মোস্তফা অন্যতম। এছাড়া, বাংলা সিনেমার বেশ কয়টি জনপ্রিয় গানের গীতিকার ছিলেন তিনি। ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহন করেন এ গুণী ব্যক্তি।