জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিশাপ-সেশন জট ও ইমেজ সংকট এখন আর নেই : জাবি ভিসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিশাপ- সেশন জট ও ইমেজ সংকট এখন আর নেই বলে দাবি করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার দুই মেয়াদের ৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে এ কথা বলেন তিনি। এসময় ভিসি আরো বলেন, সারাদেশে অঞ্চলভিত্তিক আরো ৬টি স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও তাঁর দুই মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, সাফল্য ও অগ্রগতি তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় বিভিন্ন কলেজে অধ্যক্ষ সংকটের কথা স্বীকার করেন উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ।