জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাস থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহকে রক্ষায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও সরকারের নির্দেশনা মেনে মাত্র ১০ জন নিয়ে জুমার নামাজ আদায় করা হয়। নামাজপূর্ব বাংলা খুতবায়, জাতীয় মসজিদের পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মাওলানা মহিবুল্লাহ হিল বাকী নদভী–করোনা থেকে রক্ষায় সব ধর্মপ্রাণ মুসলমানকে গুনাহ’র পথ ছেড়ে তাওবা-ইস্তেগফার ও বেশি বেশি ইবাদত বন্দেগি করার আহ্বান জানান।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম বা জমায়েত এড়িয়ে চলার অংশ হিসেবে, দেশের সব মসজিদে জুমার জামাতে ইমাম-মুয়াজ্জিম ছাড়া মুসল্লিদের অংশ গ্রহণ সীমিত করে নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। নির্দেশনার পর শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, ১০ জনকে নিয়েই জুমার জামায়াত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহকে করোনাভাইরাস থেকে মুক্তি দিতে বিশেষ দোয়া করা হয়।
এরআগে জুমার বাংলা খুতবায় বায়তুল মোকাররমের পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব—১০ জন নিয়ে জুমার জামাত আদায় ইসলাম সম্মত জানিয়ে, করোনা থেকে রক্ষায় সবাইকে আরো সচেতন হবার পরামর্শ দেন।
করোনার মতো মহামারি ইতিহাসে আগেও এসেছে উল্লেখ করে, এর থেকে রক্ষা পেতে হোম কোয়ারেন্টিন ও সংক্রমিতদের আইসোলেশন মেনে চলার পাশাপাশি বেশি বেশি ইবাদত বন্দেগি করতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি অনুরোধ জানান মাওলানা মহিবুল্লাহ হিল বাকী নদভী।