জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩০শে ডিসেম্বর এই অধিবেশন আহ্বান করেন।
সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরবেন তিনি। রাষ্ট্রপতির ভাষণ ছাড়াও এই অধিবেশনে বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হতে পারে। করোনাবাইরাস মহামারির মধ্যে এবারও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়। বছরের প্রথম এই অধিবেশন ৩০ থেকে ৩৫ কার্যদিবস চলে। কিন্তু করেনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করে ১২ থেকে ১৪ কার্যদিবস চলতে পার