জানুয়ারি মাসের শেষদিকেই বাংলাদেশ করোনা ভ্যাকসিন পাবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চলতি জানুয়ারি মাসের শেষদিকেই বাংলাদেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে। জনগণকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেয়ার জন্য সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানিয়ে বলেছেন, আগামী মাস থেকে দেশে করোনা ভ্যাকসিনের কোন অভাব হবে না।
দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চীন, রাশিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চাচ্ছে। সরকার এজন্য সব দরজা খুলে রেখেছে। ফাইজার কোম্পানি বাংলাদেশকে কিছু ভ্যাকসিন বিনামূলে দেবে, যা তারা ইউরোপ-আমেরিকায় দিচ্ছে। সেই ভ্যাকসিন করোনার সম্মুখযোদ্ধা- ডাক্তার, সাংবাদিক ও পুলিশের মাঝে বিতরণ করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো বক্তব্য রাখেন।