জানুয়ারিতেই ‘সড়ক পরিবহন আইন ২০১৮’র বাস্তবায়ন চান ইলিয়াস কাঞ্চন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের’ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি। ইলিয়াস কাঞ্চন অভিযোগ করেন, নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে পরিবহন সেক্টরের একটি চক্র বিভিন্ন দাবির অজুহাতে বাঁধা সৃষ্টি করে আসছে এবং গণপরিবহন চলাচল বন্ধ করে ভোগান্তি সৃষ্টি করে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। এ সময় এই আইনটি জনগনের প্রত্যাশিত উল্লেখ করে এর কোনরকম ব্যত্যয় মেনে নেয়া হবে না বলেও হুশিয়ারি দেন ইলিয়াস কাঞ্চন।